
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | বৃহস্পতিবার, ১২ জানুয়ারি ২০১৭ | প্রিন্ট
দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। আর মৌলভীবাজার জেলায় আবহাওয়ার তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ায় শ্রীমঙ্গলে শীত অনুভূত হচ্ছে অনেক বেশি।
(১২ জানুয়ারি) বৃহস্পতিবার শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭.৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে সংবাদমেইলকে জানিয়েছেন শ্রীমঙ্গল আবহাওয়া অফিস এর পর্যবেক্ষক হারুন অর রশীদ। আর তা দেশের সর্বনিম্ন তাপমাত্রা হিসাবে রেকর্ড করা হয়েছে।
তিনি আরো জানান, সকাল বেলা সর্বনিম্ন হলেও সূর্য্য উঠার সাথে সাথে তাপমাত্রা বাড়তে থাকে। সর্বশেষ সন্ধ্যা ৬টায় তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
এদিকে সর্বনিম্ন তাপমাত্রার সাথে ঠান্ডা বাতাস থাকায় তা জনজীবনে এনে দেয় ভোগান্তি। সকাল থেকেই কনকনে ঠান্ডা বাতাস বাইছে। দুপুরের দিকে একবার সূর্য্যরে দেখা মিললেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি।
জানা যায়, শীতের তীব্রতায় শ্রীমঙ্গল হাসপাতালে ঠান্ডা জনিত রোগ নিয়ে বেশ কিছু শিশু ও বয়স্ক রোগী ভর্তি হয়েছেন এর মধ্যে প্রায় ৯জনই শিশু। এরা শ্বাসকষ্ট ও ডায়রিয়া রোগী।
আবহাওয়া অফিস জানায়, বৃহস্পতিবার হঠাৎ করে এক সাথে ৭.৯ ডিগ্রি কমে যাওয়াতে বেশি শীত অনুভুত হচ্ছে। আর তা আরো কয়েকদিন স্থায়ী হতে পারে।
সংবাদমেইল২৪.কম/এসএ/এনএস
Posted ৮:০১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১২ জানুয়ারি ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.