
স্টাফ রিপোর্টার।সংবাদমেইল২৪.কম | শনিবার, ০৫ নভেম্বর ২০১৬ | প্রিন্ট
ঢাকা: আগে কর দেয়ার সময় মানুষ পালিয়ে যেত মন্তব্য করে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, “এখন মানুষ পালাচ্ছে না। তারা বেশ উৎসাহে কর দিচ্ছেন, অন্যকে দেয়ার পরামর্শ দিচ্ছেন। জনগণ বুঝতে পারছেন, কর না দিলে দেশ উন্নত হবে না।”
শনিবার বিকেলে আয়কর মেলা প্রাঙ্গণে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের সঙ্গে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ‘পার্টনারশিপ ডায়ালগ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কর আদায় দেশের খুব গুরুত্বপূর্ণ অংশ উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল বলেন, “জনগণকে জোর না করেই বেশ উৎসাহ উদ্দীপনার মাধ্যমে কর আদায় করা হচ্ছে। আমাদের দেশের মানুষ এখন বিশ্বের উন্নত দেশগুলোর মতো কর দেয়। এটা প্রশংসার দাবিদার।”
তিনি আরও বলেন, “মানুষ শরীরের যেমন গুরুত্বপূর্ণ অংশ হলো হৃৎপিণ্ড তেমনি দেশের হৃৎপিণ্ড হলো রাজস্ব।”
উল্লেখ্য, রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে অনুষ্ঠিত হচ্ছে জাতীয় আয়কর মেলা। যা ৭ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত চলবে।
সংবাদেমইল২৪.কম/বা/নাশ
Posted ১০:০৭ অপরাহ্ণ | শনিবার, ০৫ নভেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.