স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০১৬ | প্রিন্ট
রংপুর: জেলা পরিষদ নির্বাচনে রংপুরে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট ছাফিয়া খানম। জেলা পরিষদে তিনিই দেশের প্রথম ও একমাত্র নারী চেয়ারম্যান।
ছাফিয়া খানম রংপুর নগরীর কামালকাছনা নতুনপাড়ায় স্থায়ীভাবে বসবাস করেন। তার জন্ম নাটোরের লালপুর উপজেলার দুরদুরিয়া ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামে। বাবা প্রয়াত আজহার আলী সরকার ও মা প্রয়াত গোমেদা বেগম।
ছাফিয়া খানম নাটোরের লালপুর কলেজিয়েট স্কুল থেকে ১৯৭৩ সালে এসএসসি ও ১৯৭৫ সালে এইচএসসিতে উত্তীর্ণ হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। এর পর তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি পাস করেন।
ছাফিয়া খানম ১৯৭৬ সালে রাজনীতিতে হাতেখড়ি নেন নাটোরের গোপালপুর আওয়ামী লীগ দলীয় সাবেক সাংসদ মমতাজ উদ্দিনের কাছে। ১৯৮০ সালের ৬ জানুয়ারি তিনি রংপুরে এসে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন। এখন তিনি মহিলা আওয়ামী লীগের রংপুর জেলা সভাপতি ও মহানগর শাখার সদস্য।
ছাফিয়া খানম বলেন, ‘‘রংপুরের উন্নয়নের জন্য যা যা দরকার, সবই করবো। রংপুর শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের জায়গা। তাদের ভাবমূর্তি যাতে সমুন্নত থাকে, সেজন্য যা যা করা দরকার তাই করব।”
সংবাদমেইল২৪.কম/এসএ/এনএস
Posted ২:৩৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.