
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | সোমবার, ২৩ জানুয়ারি ২০১৭ | প্রিন্ট
ঢাকা: একটি গোষ্ঠি দেশের অগ্রযাত্রা ব্যাহত করতে চায় বলে বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
(২৩ জানুয়ারি) সোমবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস মাঠে পুলিশ সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি।
এবারের পুলিশ সপ্তাহের প্রতিপাদ্য বিষয় ‘জঙ্গি মাদকের প্রতিকার, বাংলাদেশ পুলিশের আঙ্গীকার’। প্রধানমন্ত্রী এসময় সারাদেশের বিভিন্ন পুলিশ ইউনিটের সদস্যদের সমন্বয়ে গঠিত ১০টি কন্টিনজেন্ট এবং পতাকাবাহীদলের নয়নাভিরাম প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করছেন।
এছাড়াও প্রধানমন্ত্রীর হাত থেকে ১৩২ জন পুলিশ সদস্যের কাজের স্বীকৃতিস্বরুপ পদক নেয়ার কথা রয়েছে। এসময় শেখ হাসিনা পুলিশ মুক্তিযুদ্ধ যাদুঘর, সিআইডির ফরেনসিক ডিএনএ ল্যাবরেটরি, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেন্টার, সাইবার ট্রেনিং সেন্টার এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও পুলিশ মুক্তিযোদ্ধাদের ভাস্কর্য ‘রাজারবাগ-৭১’ উদ্বোধন করবেন।
সংবাদেমইল২৪.কম/এসএ/এনএস
Posted ১১:৪২ পূর্বাহ্ণ | সোমবার, ২৩ জানুয়ারি ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.