
শরীফ আহমেদ : | মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২০ | প্রিন্ট
মহামারী করোনা ভাইরাসের কারণে মানুষ পরিবার-পরিজন নিয়ে শংখায় দিন পার করছেন। আর এই সময়ে মানবতার কল্যাণে করোনা সংকটে মধ্যে হতদরিদ্র ও দুস্থদের খাদ্যসামগ্রী দিয়ে পাশে দাঁড়িয়েছেন ফ্রান্স ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আশরাফুর রহমান।
গত (১ এপ্রিল) বুধবার দুপুর থেকে শুরু করে আজ (৭ এপ্রিল) মঙ্গলবার পর্যন্ত তিনি জুড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসহায় ও মধ্যবিত্তদের পরিচয় গোপন রেখে প্রায় ৩ শতাধিক অসহায় দুস্থ পরিবারের মাঝে বাড়ি বাড়ি গিয়ে বিনামূল্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দেন। এর মধ্যে ছিল ৫ কেজি চাল, ৩ কেজি আলু, ১ লিটার তেল, ১ কেজি ডাল ও ১টি সাবান।
এক প্রতিক্রিয়ায় মো. আশরাফুর রহমান এ প্রতিবেদককে বলেন, মানুষের দুঃস্বময়ে পাশে থাকাটা দেশের একজন নাগরিক হিসেবে নিজের মানবিক দায়বদ্ধতার জন্য। এই সময়ে সমাজের বিত্তশালীদের মানবতার টানে কষ্টে দিনপাত করছে এমন মানুষকে সহযোগিতার হাত বাড়ানোর আহ্বান করছি। পাশাপাশি মানুষের এই দুঃস্বময়ে আমার সামর্থ অনুযায়ী মানবদরদী কর্মসূচি অব্যাহত থাকবে।
Posted ১০:৫২ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২০
সংবাদমেইল | Nazmul Islam
.
.