
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | সোমবার, ১৩ ফেব্রুয়ারি ২০১৭ | প্রিন্ট
ঢাকা: অর্থ আত্মসাৎ সংক্রান্ত দুর্নীতি মামলায় সোমবার (১৩ ফেব্রুয়ারি) ভোর রাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ডেপুটি রেজিস্ট্রার এইচ এম তায়েহিদ জামালসহ তিনজনকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের উপ পরিচালক মোরশেদ আলমের নেতৃত্বে একটি দল মিরপুরের নিজ বাসভবন থেকে এইচ এম তায়েহিদকে আটক করে। এছাড়াও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার সিদ্দিকুর রহমান ও সহকারী পরিচালক মোফাজ্জল হোসেনকেও আটক করা হয়।
উপ-পরিচালক মোরশেদ আলম জানান, মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা সত্ত্বেও বিভিন্ন পর্যায়ের নিয়োগে কর্মকর্তাদের সিলেকশন গ্রেড দিয়ে সরকারের ১ কোটি ৪ লাখ ৬৩ হাজার ৩৯৪ টাকা আত্মসাৎ করেন তিনি।
সংবাদমেইল২৪.কম/এসএ/এনএস
Posted ২:২৭ অপরাহ্ণ | সোমবার, ১৩ ফেব্রুয়ারি ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.