চলতি বছর মিস ওয়ার্ল্ড আমেরিকা হলেন শ্রী সাইনি। ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান নাগরিক হিসেবে এই প্রথম কেউ এই খেতাব পেলেন।
ছোটবেলায় একটি সড়ক দুর্ঘটনার কবলে পড়েছিলেন শ্রী সাইনি। এ ঘটনায় ১২ বছর বয়স থেকেই পাকাপাকিভাবে পেসমেকার বসে তার হৃদযন্ত্রে। শুধু তাই নয়, সেই দুর্ঘটনায় সমস্ত মুখ পুড়ে গিয়েছিল তার। সেখান থেকে একটু একটু করে নিজেকে গড়ে তুলেছেন তিনি। তাই তার লড়াইটা মোটেও সহজ ছিলো না। একরকম শূন্য থেকেই শুরু। অপরিসীম অধ্যবসায়, জেদ ও সংকল্প নিয়েই এই শূন্যতা থেকে ক্রমশ উপরে উঠেছেন তিনি। তিনি শ্রী সাইনি। এবছরের ‘মিস ওয়ার্ল্ড আমেরিকা’ নির্বাচিত হয়েছেন।
শ্রীর কাছে এই যশ-খ্যাতি স্বপ্নের মতোই। ইনস্টাগ্রামে নিজের ছবি দিয়ে একটি দীর্ঘ পোস্ট লিখেছেন তিনি। এই সাফল্যের জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছেন শ্রী। উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, ‘আমি খুশি। আবার ভয়ও করছে। এসব কিছুই আমার মা-বাবার জন্য সম্ভব হয়েছে। বিশেষ করে আমার মায়ের জন্য, যিনি সব সময় আমার সঙ্গে ছিলেন। এই খেতাব পেয়ে আমি সম্মানিত বোধ করছি।’
লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত গ্র্যান্ড ফিনালেতে সাইনির মাথায় মুকুট পরিয়ে দেন ডায়ানা হেডেন।
Comments
comments