
আন্তর্জাতিক ডেক্স: সংবাদমেইল২৪.কম | সোমবার, ০৫ ডিসেম্বর ২০১৬ | প্রিন্ট
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বাস ও ট্রাকের সংঘর্ষে তিন বাংলাদেশিসহ পাঁচজন নিহত হয়েছেন। বাকি দু’জন ভারতীয়।
খালিজ টাইমস ও গালফনিউজের খবরে জানানো হয়, (০৪ ডিসেম্বর) রোববার স্থানীয় সময় সকাল ৫টায় আল রাবাত সড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে আরো চারজন আহত হয়েছেন।
আল রশিদিয়া পুলিশ স্টেশনের পরিচালক ব্রিগেডিয়ার সাইদ হামাদ বিন সোলাইমান জানান, ২০ জন শ্রমিককে বহনকারী বাসটির চারজন ঘটনাস্থলেই মারা যান।
তিনি জানান, আহতদের স্থানীয় রশিদ হাসপাতালে নেয়া হলে সেখানে আরো একজনের মৃত্যু হয়। আহতের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। একিউএফ
সংবাদমেইল২৪.কম/এনআই/এনএস
Posted ১১:৪৪ পূর্বাহ্ণ | সোমবার, ০৫ ডিসেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.