স্টাফ রিপোর্টার।সংবাদমেইল২৪.কম | রবিবার, ০৬ নভেম্বর ২০১৬ | প্রিন্ট
ঢাকা: বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টিভির রিপোর্টার শাকিল হাসান ও ক্যামেরাপারসন শাহীন আলমকে পুড়িয়ে মারার চেষ্টার ঘটনায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করা হয়েছে।
রাতে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে রিপোর্টার শাকিল বলেন, “চকবাজার থানায় আমি বাদি হয়ে একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেছি। মামলার নাম্বার- ৩।”
এর আগে রবিবার সকালে রাজধানীর চকবাজারে অবৈধভাবে পলিথিন তৈরির একটি কারখানায় রিপোর্ট তৈরির কাজে গেলে তাকে এবং ক্যমেরাম্যানকে মারধরসহ আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করে দুর্বত্তরা।
শাকিল বলেন, “অবৈধ পলিথিন বিষয়ে প্রতিবেদন করতে চকবাজার থানাধীন দেবীঘাট এলাকায় পলিব্যাগ তৈরির একটি ফ্যাক্টরির চিত্রধারণ করছিলেন তারা। এসময় কারখানার ভেতর থেকে জব্বার ও রহিম নামের দুইজন বের হয়ে ছবি নিষেধ করলে আমরা মূল রাস্তায় চলে আসি। আমরা রাস্তায় ওঠার পর কয়েকজনকে সঙ্গে নিয়ে জব্বার ও রহিম দৌঁড়ে এসে আমাদের ওপর হামলা চালায়।”
এ সময় দৌঁড়ে একটি মুদি দোকানে আশ্রয় নিলে জব্বার সেই দোকানে গিয়ে কেরোসিনের টিন খুলে শাকিলের শরীরে ঢেলে দেয়। এবং আগুন দেওয়ার জন্য ম্যাচ খুঁজতে থাকে। এ সময় রাস্তায় লোকজন তাকে আমাকে উদ্ধার করে বলে জানান তিনি।
সংবাদেমইল২৪.কম/বা/নাশ
Posted ৮:১৮ অপরাহ্ণ | রবিবার, ০৬ নভেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.