
বিশেষ প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | বুধবার, ২৯ মার্চ ২০১৭ | প্রিন্ট
মৌলভীবাজারে দুটি আস্তানায় জঙ্গিদের হাতে বিপুল অস্ত্র বিস্ফোরক রয়েছে এমন ধারনা করছে পুলিশ। সেটা বিবেচনায় রেখেই, অভিযান এগিয়ে নেওয়া হচ্ছে।
মৌলভীবাজার পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার রাশেদুল ইসলাম বলেন, সকালে জঙ্গিরা আস্তানার ভেতর থেকে বেশ কয়েকটি গ্রেনেড চার্জ করে, তাতে ধারনা করা হচ্ছে এদের হাতে গোলা-বারুদ রয়েছে।
দুটি জঙ্গি আস্তানার একটি মৌলভীবাজার পৌরসভার বড়হাট এলাকায়। অপরটি সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের সরকার বাজারের কাছে ফতেপুর গ্রামে। উভয় আস্তানাতেই জঙ্গিরা সিলেটের শিববাড়ির আস্তানার মতো শক্ত অবস্থানে রয়েছে বলেই জানালেন রাশেদুল ইসলাম।
পুলিশ এই দুটি আস্তানাতেই প্রতিরোধ গড়ে তুলেছে। জঙ্গিদের কোনঠাসা করে তুলতে এরই মধ্যে সকল প্রয়োজনীয় কৌশল নেওয়া হয়েছে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।
তিনি বলেন, এরই মধ্যে রাত থেকে অত্যন্ত সাফল্যের সাথে দুটি আস্তানার বাড়ি দুটি ও আশেপাশের এলাকা থেকে কৌশলে সাধারণ বাসিন্দাদের সরিয়ে আনা সম্ভব হয়েছে।
জঙ্গিরা যতই গ্রেনেড ছুড়ুক, পুলিশ তাদের ছাড়বে না, ঘোষণা দেন এই সাহসী পুলিশ কর্মকর্তা।
সংবাদমেইল২৪.কম/এমইইউ/এন আই
Posted ১১:৩৯ পূর্বাহ্ণ | বুধবার, ২৯ মার্চ ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.