
স্পোর্টস রিপোর্টার, সংবাদমেইল২৪ডটকমঃ | বুধবার, ০১ ফেব্রুয়ারি ২০১৭ | প্রিন্ট
ঢাকা: ভারতের বিপক্ষে একটি টেস্ট খেলার জন্য আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১টা ৫৫ মিনিটে দেশ ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। এজন্য আজ বুধবার হোম অব ক্রিকেটে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
গত নিউজিল্যান্ড সিরিজের দল থেকে পেসার মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন ও ব্যাটসম্যান নুরুল হাসান সোহানের বাদ পড়া এবং লিটন কুমার দাস ও শফিউল ইসলামের দলর্ভুক্তি নিয়ে জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বিভিন্ন ব্যাখ্যা দেন। নিশ্চিত করেন, বৃহস্পতিবার দেশ ছাড়ার কথাও।
মুস্তাফিজের অনুপস্থিতি নিয়ে নান্নু বলেন, “মুস্তাফিজের স্কিল ফিটনেসে অসুবিধা আছে। টেস্টে ম্যাচে অনেক বেশি বল করতে হয়। আসলে সে এখনো সেই ধরনের ফিটনেস অর্জন করতে পারেনি। ফিজিক্যাল ফিটনেস ঠিক আছে, উন্নতি হয়েছে। কিন্তু স্কিল যেটা দরকার…ওর আরও সময় লাগবে। সেটাই আমাদের চিন্তার বিষয় ছিল। ক্রাইস্টচার্চে ওকে আমরা রেখেছিলাম যেহেতু আমাদের বিকল্প খেলোয়াড়ের অভাব হয়েছিল।”
নুরুল হাসান সোহান ও লিটন কুমার দাসের মধ্যে দ্বিতীয় জনকে বাছাই করা নিয়ে সাবেক টাইগার অধিনায়ক বলেন, “লিটনকে আমরা সোহানের জায়গায় নিয়েছি। ও কিন্তু ইংল্যান্ড সিরিজের আগ থেকে আমাদের টেস্ট স্কোয়াডের খেলোয়াড়। মাঝখানে সে ইনজুরিতে পড়ে ফর্ম হারিয়েছিল। কিন্তু কয়েকদিন আগে বিসিএলে সে ডাবল সেঞ্চুরি করেছে। তাই উপমহাদেশের কন্ডিশনের কথা চিন্তা করে তাকে দলে নেওয়া। তবে সোহানকে আমরা পুরোপুরিভাবে বাদ দেইনি।”
মুশফিককে নিয়ে নান্নু বলেন, “আল্লাহর রহমতে ও ফিট আছে। ব্যাটিং ও কিপিং করতে পারবে।” রুবেলকে বাদ দেওয়া নিয়ে তার জবাব, “গত নিউজিল্যান্ড সিরিজের আগে শফিউলই আমাদের প্রথম পছন্দ ছিল। ওর ইনজুরিতে রুবেল হোসেনকে সুযোগ দেওয়া হয়। এখন সেই শফিউল যেহেতু সুস্থ তাই তাকে রিপ্লেস করা হয়েছে।”
সংবাদমেইল২৪.কম/এসএ/এনএস
Posted ৯:১৪ অপরাহ্ণ | বুধবার, ০১ ফেব্রুয়ারি ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.