
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | শুক্রবার, ১৮ নভেম্বর ২০১৬ | প্রিন্ট
ঢাকা: আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী হিসেবে বর্তমান মেয়র সেলিনা হায়াৎ আইভীকে মনোনয়ন দেয়ার সিদ্ধান্ত হয়েছে।
( ১৮ নভেম্বর) শুক্রবার রাতে গণভবনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের এক সভায় এ সিদ্ধান্ত হয়। এসময় দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ বিষয়টি নিশ্চিত করেছেন।
সভায় আরো সিদ্ধান্ত হয়, জেলা পরিষদ নির্বাচনে যারা দলীয় সমর্থন চেয়ে আবেদন করেছেন তাদের ক্ষেত্রে জনমত জরিপকে অগ্রাধিকার দেয়া হবে। প্রত্যেক জেলার আওয়ামী লীগ সভাপতি এবং সাধারণ সম্পাদকদের নিয়ে বর্ধিত সভা করে জেলা পরিষদ নির্বাচনের জন্য প্রতিটি জেলার ১৫টি ওয়ার্ডে ১৫ জন এবং সংরক্ষিত পাঁচজন মহিলা সদস্যের নাম সুপারিশ করে (১৮ নভেম্বর) থেকে আগামী সাত দিনের মধ্যে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে তালিকা পাঠাতে হবে।
তফসিল অনুযায়ী, আগামী ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচন হবে। ২৪ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ। যাচাই-বাছাই ২৬ ও ২৭ নভেম্বর। ৪ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ।
সংবাদমেইল২৪.কম/এন আই/এনএস
Posted ৯:৫২ অপরাহ্ণ | শুক্রবার, ১৮ নভেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.