
বিনোদন ডেস্ক : সংবাদমেইল২৪ | রবিবার, ১৩ মে ২০১৮ | প্রিন্ট
সিলেটে থিয়েটার একদল ফিনিক্স এর প্রথম প্রযোজনা নাটক “ধুম্রজাল” মঞ্চস্থ সহ “সিলেটের লোক গান” পরিবেশনা সম্পন্ন।
ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় আবহমান বাংলার গৌরবোজ্জল সংস্কৃতি অন্বেষণ, ধারণ, লালনের মধ্য দিয়ে স্বাধীন আকাশে মুক্ত ডানা মেলে উড়ার স্বপ্ন নিয়ে পয়েলা বৈশাখ ১৪২৫ বঙ্গাব্দ যাত্রা শুরু করে প্রথম প্রযোজনা হিসেবে নাটক “ধুম্রজাল” ও সিলেটের লোক গান পরিবেশন করে সংগঠনটি।
শুক্রবার (১১ মে) শহরের রিকাবীবাজারস্থ কবি নজরুল ইসলাম অডিটোরিয়মে আবু বকর আল আমিনের রচনা ও নির্দেশনায় এ নাটক মঞ্চস্থ করা হয়। নাটকের সহযোগীতায় ছিলেন শব্দ নিয়ন্ত্রনে আবুল হাসনাত স্বপন, আলো প্রক্ষেপন মাহমুদুস সামাদ মারুফ।
নাটকের নির্দেশক আবু বকর আল আমিন জানান , নাটকটিতে অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জঙ্গিবাদের বিরুদ্ধে শৈল্পিক প্রতিবাদ ফুটিয়ে তোলা হয়েছে ।
নাটকের গল্পে ফুটে উঠেছে জঙ্গিবাদ সৃষ্টির কারণ এবং জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিবাদ, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার দৃঢ় প্রত্যয়ের দিক। নাটকের পর একদল ফিনিক্সের পরিবেশনায় শুরু হয় সিলেটের লোক গান।
উল্লেখ্য, রোটারেক্ট ক্লাব অব সিলেট পাইওনিয়র উক্ত অনুষ্ঠানের আয়োজন করে।
সংবাদমেইল/জেএইচজে
Posted ৩:১৯ অপরাহ্ণ | রবিবার, ১৩ মে ২০১৮
সংবাদমেইল | Nazmul Islam
.
.