
| সোমবার, ১৯ ডিসেম্বর ২০১৬ | প্রিন্ট
থার্টিফার্স্ট নাইট উদযাপন বা ইংরেজি নববর্ষ পালনের নামে ওইদিন সন্ধ্যা ৬টার পর উন্মুক্ত স্থানে সব ধরনের অনুষ্ঠান বা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। একইসঙ্গে থার্টিফার্স্ট রাতে কোনো আতশবাজিও ছোড়া যাবে না।
সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ কথা জানান।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বড়দিন উদযাপন এবং থার্টিফার্স্ট নাইটের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে আয়োজিত সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “যদি কেউ ইনডোরে কোনও অনুষ্ঠান করতে চান, তাহলে আগে থেকেই পুলিশকে জানাতে হবে। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনী সজাগ থাকবে।”
অতি উৎসাহী যুবকরা আইনশৃঙ্খলা মানতে চায় না উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “এ কারণেই ওই রাতকে ঘিরে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। কূটনৈতিক জোনেও নিরাপত্তা বাড়ানো হবে।”
২৫ ডিসেম্বর বড়দিনে গির্জাগুলোর নিরাপত্তা জোরদার করা হবে বলেও জানান তিনি। আসাদুজ্জামান খান বলেন, “সারাদেশে ৬২টি গির্জাসহ ঢাকায় মিরপুর, কাকরাইল ও তেজগাঁওয়ের বড় তিন গির্জায় বিশেষ নজর রাখা হবে। সেখানে সাদা পোশাকের পুলিশ থাকবে।”
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক আবুল হোসেন, র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া, ফায়ার সার্ভিসের মহাপরিচালক, ময়মনসিংহ-১ এর সংসদ সদস্য জুয়েল আরেংসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।
সংবাদমেইল২৪.কম/এসএ/এএইচকে
Posted ৯:২৫ অপরাহ্ণ | সোমবার, ১৯ ডিসেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.