বুধবার ২৭ সেপ্টেম্বর, ২০২৩ | ১২ আশ্বিন, ১৪৩০

তাহিরপুরে বিষপানে ২ জনের মৃত্যু

তাহিরপুর সংবাদদাতা,সংবাদমেইল২৪.কমঃ | বৃহস্পতিবার, ০৩ নভেম্বর ২০১৬ | প্রিন্ট  

তাহিরপুরে বিষপানে ২ জনের মৃত্যু

তাহিরপুর উপজেলার পল্লীতে পৃথক ঘটনায় বিষপান করে ২ জনের মৃত্যুর  খবর পাওয়া গেছে।

তারা হলেন- উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের বারহাল গ্রামের ছাত্তার মিয়ার ছেলে বাদাঘাট বাজারের পান দোকানী মানিক মিয়া (২২) ও একই ইউনিয়নের শিমুলতলা গ্রামের বাবুল মিয়ার ছেলে ওয়ার্কশপের কর্মচারী শাহনূর (১৮)।


নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়- স্থানীয় বাদাঘাট বাজারে একটি দোকানে নগদ টাকা চুরি যাওয়ার ঘটনায় মানিক মিয়াসহ কয়েকজনকে চালপড়া খাওয়ানো হয় বুধবার (০২ নভেম্বর) রাতে। মানিক মিয়া চালপড়া ভাঙতে না-পাড়ায় চুরি হওয়া দোকানের মালিকসহ কয়েকজন মানিক মিয়াকে চোর হিসেবে চিহ্নিত করেন এবং মানিককে চুরি হওয়া টাকা ফেরত দেয়ার জন্য চাপ ও মারপিট করা হয়।

মানিক মিয়ার ছোট ভাই রতন মিয়া অভিযোগ করে বলেন- চুরি না-করেও চোরের অপবাদ এবং মারপিটের যন্ত্রণা সইতে না-পেরে বুধবার রাতে মানিক বিষপান করে আত্মহত্যা করার চেষ্টা করলে প্রথমে তাকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।


অপরদিকে, শাহনূর প্রতিদিনের ন্যায় বুধবার (০২ নভেম্বর) সন্ধ্যার পর বাদাঘাট বাজারের ওয়ার্কশপ থেকে বাড়ি চলে যাওয়ার পথে বিষপান করে আত্মহত্যা করার চেষ্টা করলে তাকে মুমূর্ষু অবস্থায় তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডা. তাকে মৃত বলে ঘোষণা করেন।

তাহিরপুর থানার অফিসার ইনচার্জ নন্দন কান্তি ধর দু’জনের আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।


সংবাদমেইল২৪.কম/বাঅ/নাশ

Facebook Comments Box

Comments

comments

advertisement

Posted ৭:৪১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ নভেম্বর ২০১৬

সংবাদমেইল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মো. মানজুরুল হক

নির্বাহী সম্পাদক: মো. নাজমুল ইসলাম

বার্তা সম্পাদক : শরিফ আহমেদ

কার্যালয়
উপজেলা রোড, কুলাউড়া, মেলভীবাজার।
মোবাইল: ০১৭১৩৮০৫৭১৯
ই-মেইল: sangbadmail2021@gmail.com

sangbadmail@2016 কপিরাইটের সকল স্বত্ব সংরক্ষিত