
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | রবিবার, ১৮ ডিসেম্বর ২০১৬ | প্রিন্ট
ঢাকা: রাষ্ট্রপতির সংলাপে অংশ নিচ্ছে বিএনপি। রোববার বিকেল সাড়ে ৪টায় বঙ্গভবনে এ সংলাপ শুরু হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়া বঙ্গভবনের উদ্দেশে রওনা হয়েছেন। দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা এ দলটির এমন সিদ্ধান্তে ‘শুভবুদ্ধির উদয় হয়েছে’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি এও বলেছেন, “বিএনপি যদি ‘সালিশ মানি তালগাছটা আমার’ মনে করে তাহলে সংলাপ সফল হবে না”
রোববার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।
কাদের বলেন, ‘‘৫ জানুয়ারি নির্বাচনের আগে সংলাপের জন্য বিএনপি যদি গণভবনে যেত তাহলে আজকে বাংলাদেশের রাজনীতির ইতিহাস ভিন্ন হতে পারতো।’’
তিনি বলেন, ‘‘আমরা মহামান্য রাষ্ট্রপতিকে স্বাগত জানাই, অভিনন্দন জানাই। কারণ রাষ্ট্রপতি বিএনপিকে ডেকেছেন নির্বাচনী সংলাপের জন্য।’’
ইসি গঠনে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নিতে রোববার বঙ্গভবনে যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল। রাষ্ট্রপতি ২০ ডিসেম্বর বিকেল ৩টায় জাতীয় পার্টি, ২১ ডিসেম্বর যথাক্রমে বিকেল ৩টা ও সাড়ে ৪টায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি ও কৃষক শ্রমিক জনতা লীগ এবং ২২ ডিসেম্বর বিকেল ৩টায় জাতীয় সমাজতান্ত্রিক দলের সঙ্গেও বৈঠক করবেন।
রাষ্ট্রপতির সঙ্গে বিএনপির সংলাপের ‘অভিজ্ঞতা’ সুখকর নয় জানিয়ে কাদের বলেন, ‘‘প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান যখন তাদের ডেকেছিলেন, তখন তারা গিয়েছিলেন, তখন সংলাপ তাদের মনমতো হয়নি। বিএনপি যদি মনে করে ‘সালিশ মানি তালগাছটা আমার’ তাহলে সংলাপ সফল হবে না।’’
কাদের বলেন, ‘‘বিএনপিকে বাস্তব সম্মত মনোভাব নিয়ে সংলাপে যেতে হবে। সরকারের পক্ষ থেকে আমাদের কাছে মনে হয় মহামান্য রাষ্ট্রপতি আমাদের অভিভাবক, তিনি অনেক উদার প্রকৃতির মানুষ। তিনি তার দায়িত্ব যথাযথভাবে পালন করবেন।’’
বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘‘ক্ষমতায় আসার রাজনীতি যারা করে, এই যাদের মন-মানসিকতা তাদের জন্য জনসমর্থনের পাল্লা ক্রমেই সংকুচিত হবে। বিএনপি আজ কী চায় সেটা তারা নিজেরাও জানে না।’’
তিনি বলেন, ‘‘বিএনপি কি গণতন্ত্র চায়? তারা যখন বিরোধী দলে ছিলেন তখনকার পরিসংখ্যানই তা বলে দেবে। জাতীয় সংসদ ১৬৯ দিন সক্রিয় থাকলেও বিএনপি এসেছিল ৪৫ দিন আর বেগম জিয়া এসেছিলেন পাঁচদিন।’’
স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মোহাম্মদ আবু কাউছারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ প্রমুখ।
প্রসঙ্গত, ২০১২ সালে বর্তমান নির্বাচন কমিশন দায়িত্ব নেয়ার আগে তৎকালীন রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান বিভিন্ন দলের সঙ্গে আলোচনা করেছিলেন। সেই আলোচনাতেও বিএনপি অংশ নিয়েছিল। তবে কাজী রকিবের নেতৃত্বে নির্বাচন কমিশনকে শুরু থেকেই সমালোচনা করে আসছে দলটি।
সংবাদমেইল২৪.কম/আরআর/এসজে
Posted ৪:৪০ অপরাহ্ণ | রবিবার, ১৮ ডিসেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.