
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | বুধবার, ২৩ নভেম্বর ২০১৬ | প্রিন্ট
ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত লিওনি মার্গারেথা কুয়েলিনারির চুরি যাওয়া হাতব্যাগসহ দুইজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
তবে আটককৃতদের পরিচয় বা তাদের কোথা থেকে আটক করা হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি।
(২৩ নভেম্বর) বুধবার ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান এ তথ্য জানান। বিকেলে মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলেও জানিয়েছেন তিনি।
তিনি বলেন, “গোয়েন্দা পুলিশ (দক্ষিণ) ওই ঘটনায় জড়িত দুইজনকে আটক করেছে। চুরি হওয়া ব্যাগসহ মালামালও উদ্ধার করা হয়েছে।”
এর আগে (২১ নভেম্বর) সোমবার সন্ধ্যায় ঢাবির চারুকলা অনুষদে আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে নেদারল্যান্ডস রাষ্ট্রদূতের ওই ব্যাগটি চুরি যায়।
অনুষ্ঠানের সময় ধারণ করা ভিডিও দেখে সন্দেহভাজন এক তরুণকে শনাক্ত করা হয়েছে বলে ওইদিনই জানিয়েছিলেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক।
সংবাদমেইল২৪.কম/এন আই/এনএস
Posted ৭:২০ অপরাহ্ণ | বুধবার, ২৩ নভেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.