রবিবার ২৬ মার্চ, ২০২৩ | ১২ চৈত্র, ১৪২৯

ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষক থাকবে : রবার্ট মিলার

| সোমবার, ২০ জানুয়ারি ২০২০ | প্রিন্ট  

ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষক থাকবে : রবার্ট মিলার

সংবাদমেইল অনলাইন : ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষক থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার। আজ ২০ জানুয়ারি, সোমবার বিকেলে ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান তিনি। এই নির্বাচনে যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষক থাকবে জানিয়ে রবার্ট মিলার বলেন, ‘যিনি যোগ্য, তিনিই হয়তো ঢাকার নেতৃত্বে আসবেন। আমাদের নির্বাচন পর্যবেক্ষক রয়েছে। আমাদের মানুষ জানতে চায়, কীভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া চলমান রয়েছে।’

‘আমরা আশাবাদী এই নির্বাচন হবে শান্তিপূর্ণ, উৎসবমুখর, অবাধ ও বিশ্বাসযোগ্য। প্রত্যেকেই ভোটে অংশগ্রহণ করতে চায়। আমরা আশা করি, এই নির্বাচন অংশগ্রহণমূলক হবে’ আরও যোগ করেন মার্কিন রাষ্ট্রদূত।


নির্বাচনে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানিয়ে রাষ্ট্রদূত মিলার বলেন, ‘দয়া করে আপনারা নির্বাচনে অংশ নিন। কখনও কখনও নির্বাচন প্রক্রিয়া ত্রুটিপূর্ণ (ইমপারফেক্ট), গোলযোগপূর্ণ (নয়সি) হয়, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রক্রিয়া।’

এর আগে দুপুর পৌনে ১টার দিকে সিইসির কার্যালয়ে বৈঠকে বসেন তারা। রবার্ট মিলারের নেতৃত্বে প্রতিনিধি দলে আরও দুই সদস্য বৈঠকে উপস্থিত ছিলেন। এছাড়া নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরীও এই বৈঠকে অংশ নেন। আগামী ১ ফেব্রুয়ারি ঢাকার দুই সিটি করপোরেশনে ভোট হওয়ার কথা রয়েছে।


Facebook Comments Box


Comments

comments

advertisement

Posted ৩:৫৫ অপরাহ্ণ | সোমবার, ২০ জানুয়ারি ২০২০

সংবাদমেইল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মো. মানজুরুল হক

নির্বাহী সম্পাদক: মো. নাজমুল ইসলাম

বার্তা সম্পাদক : শরিফ আহমেদ

কার্যালয়
উপজেলা রোড, কুলাউড়া, মেলভীবাজার।
মোবাইল: ০১৭১৩৮০৫৭১৯
ই-মেইল: sangbadmail2021@gmail.com

sangbadmail@2016 কপিরাইটের সকল স্বত্ব সংরক্ষিত