শনিবার ২ ডিসেম্বর, ২০২৩ | ১৭ অগ্রহায়ণ, ১৪৩০

ঢাকায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং

অনলাইন ডেস্ক : | শনিবার, ১৫ অক্টোবর ২০১৬ | প্রিন্ট  

ঢাকায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বাংলাদেশে দু’দিনের রাষ্ট্রীয় সফরে আজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছলে তাঁকে লাল গালিচা সম্বর্ধনা দেয়া হয়। গত ৩০ বছরের মধ্যে চীনের কোন রাষ্ট্র প্রধানের এটাই প্রথম বাংলাদেশ সফর।
রাষ্ট্রপতি আবদুল হামিদ বিমান বন্দরের ভিভিআইপি টার্মিনালে চীনা প্রেসিডেন্টকে স্বাগত জানান।
চীনের প্রেসিডেন্ট এয়ার চায়নার একটি বিশেষ বিমানে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছলে একুশবার তোপধ্বনি দেয়া হয়। এ সময় এক কিশোরী চীনের প্রেসিডেন্টকে ফুলের তোড়া উপহার দেয়।
চীনের প্রেসিডেন্টকে বহনকারি বিমানটি বাংলাদেশ আকাশ সীমায় প্রবেশের সাথে সাথে বাংলাদেশ বিমান বাহিনীর ৪টি জেট বিমান তাঁর বিমানটিকে এসকর্ট করে নিয়ে আসে। এসময় সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের সমন্বয়ে গঠিত একটি চৌকস দল চীনের প্রেসিডেন্টকে গার্ড অব অনার প্রদান করে। চীনের প্রেসিডেন্ট বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গে সালাম গ্রহণ এবং গার্ড পরিদর্শন করেন। এ সময় দু’দেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।
অভ্যর্থনা অনুষ্ঠানে মন্ত্রীবগ ও পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে কঠোর নিরাপত্তায় মোটর শোভাযাত্রা সহকারে চীনা প্রেসিডেন্টকে হোটেল লা মেরিডিয়ানে নিয়ে যাওয়া হয়।
জিনপিং তাঁর ২৩ ঘন্টার সফরকালে আজ বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন। বৈঠক শেষে তিনি সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির দেয়া নৈশভোজে যোগ দেবেন।

Facebook Comments Box


Comments

comments

advertisement

Posted ৩:০৬ অপরাহ্ণ | শনিবার, ১৫ অক্টোবর ২০১৬

সংবাদমেইল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মো. মানজুরুল হক

নির্বাহী সম্পাদক: মো. নাজমুল ইসলাম

বার্তা সম্পাদক : শরিফ আহমেদ

কার্যালয়
উপজেলা রোড, কুলাউড়া, মেলভীবাজার।
মোবাইল: ০১৭১৩৮০৫৭১৯
ই-মেইল: sangbadmail2021@gmail.com

sangbadmail@2016 কপিরাইটের সকল স্বত্ব সংরক্ষিত