
স্পোর্টস ডেস্ক : | শনিবার, ৩০ অক্টোবর ২০২১ | প্রিন্ট
প্রতি-আক্রমণ থেকে গোল করে এগিয়ে যায় লিল। প্যারিস সেন্ত জার্মেইয়ের বিপক্ষে তিন পয়েন্ট নেওয়ার স্বপ্ন দেখছিল। হারের শঙ্কা পেয়ে বসে মেসি-নেইমারদের। কিন্তু তাদের সেই শঙ্কাকে বাস্তব হতে দেয়নি মাওরিসিও পচেত্তিনোর দল। ডি মারিয়ার নৈপুণ্যে পিএসজি ২-১ গোলে হারিয়েছে লিলকে। গোল করিয়ে ও করে দলের জয়ের নায়ক বনেছেন আর্জেন্টাইন এ ফরোয়ার্ড।
সংক্রমণের কারণে এমবাপ্পে খেলেননি। দলের বড় তারকা লিওনেল মেসি পেশীর সমস্যার কারণে ৪৬ মিনিটের বেশি মাঠে থাকেননি। এই অবস্থায়ও সমর্থকদের হতাশ করেনি পিএসজি। লিগ ওয়ানে ১২তম ম্যাচে ১০ম জয়ে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে তারা। সমান ম্যাচে লিল পঞ্চম হারে আগের ১৫ পয়েন্ট নিয়ে ১১তম স্থানে আছে।
Posted ৬:৫৩ পূর্বাহ্ণ | শনিবার, ৩০ অক্টোবর ২০২১
সংবাদমেইল | Nazmul Islam
.
.