সিলেট জেলা প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | রবিবার, ২০ নভেম্বর ২০১৬ | প্রিন্ট
সিলেট: আগামী ডিসেম্বরে জ্বালানি তেলের দাম আরেক দফা কমানোর ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
( ২০ নভেম্বর) রোববার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট সফর উপলক্ষে আলিয়া মাদরাসা মাঠের সমাবেশস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
এসময় অর্থমন্ত্রী বলেন, “জ্বালানি তেলের দাম কমানোর বিষয়ে একটু লজিস্টিক সমস্যা আছে। এ মাসেই প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করা হবে। ৪ থেকে ১০ ডিসেম্বর আমি দেশে থাকব না। সে কারণে সিদ্ধান্ত নিতে ডিসেম্বরের ১০ তারিখ পার হয়ে যাবে।”
তিনি আরো বলেন, “আগামী বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট সফরে আসবেন। আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি উপলক্ষে তার এ সফর। ২০১৮ সালের শেষদিকে জাতীয় সংসদ নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে।”
অর্থমন্ত্রীর সঙ্গে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান প্রমুখ উপস্থিত ছিলেন।
সংবাদমেইল২৪.কম/এন আই/এনএস
Posted ৫:৫১ অপরাহ্ণ | রবিবার, ২০ নভেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.