
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | বৃহস্পতিবার, ০৮ ডিসেম্বর ২০১৬ | প্রিন্ট
ঢাকা: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবারে প্রথম চল্লিশ মিনিটে লেনদেন হয়েছে ৪০২ কোটি টাকা, যা ডিএসইর ইতিহাসে মনে রাখার মতো লেনদেন বলে মনে করছেন শেয়ারবাজার সংশ্লিষ্টরা। এসময়ে সূচক রয়েছে উত্থানে। ডিএসইতে বেলা ১১টা ১০মিনিট পর্যন্ত ডিএসইএক্স বেড়েছে ১২ পয়েন্ট। অধিকাংশ কোম্পানির দর বেড়েছে।
ডিএসই সূত্রে জানা যায়, ডিএসইতে বেলা ১১টা ১০ মিনিট পর্যন্ত অধিকাংশ কোম্পানির দর বেড়েছে। এসময়ে লেনদেনে অংশ নিয়েছে ২৭৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৪৯টির কোম্পানির, দর কমেছে ৭৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪টির।
ডিএসইএক্স সূচক ১২ দশমিক ৬৯ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৪ হাজার ৮৮৩ দশমিক ৯৮ পয়েন্টে।ডিএসইএস বা শরিয়াহ সূচক ২ দশমিক ৮০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১৬১ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১ দশমিক ৫০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭৯৪ পয়েন্টে।
এসময়ে লেনদেনে শীর্ষে অবস্থান করেছে আফতাব অটো। কোম্পানিটি লেনদেন করেছে ১৮ কোটি টাকা। এর পর রয়েছে-শাশা ডেনিমস, আর্গন ডেনিমস, ইফাদ অটোস, জিবিবি পাওয়ার, অলিম্পক, ইফাদ অটোস, ডিএসএসএল, এস আলম কোল্ড, ওএএল ও আরএসআরএম স্টিল।
অপরদিকে, লেনদেনের প্রথম ৪০ মিনিটে সিএসইতে সূচকের উত্থানে চলছে লেনদেন। বৃহস্পতিবার সিএসইতে বেলা ১১টা ১০ মিনিট পর্যন্ত লেনদেন হয়েছে নয়কোটি তিনলাখ টাকার শেয়ার। এসময়ে সিএসইএক্স ২৯ দশমিক ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯ হাজার ১৩৯ দশমিক ৪৪ পয়েন্টে।
সিএসইতে লেনদেন হয়েছে ১৩৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এরমধ্যে দর বেড়েছে ৭৭টির, কমেছে ৩৭টির এবং অপরিবর্তিত রয়েছ ২৪টির।
সংবাদমেইল২৪.কম/এনআই/এনএস
Posted ৩:১৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ ডিসেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.