
কুলাউড়া প্রতিনিধি:: | শনিবার, ২৬ আগস্ট ২০২৩ | প্রিন্ট
কুলাউড়া পৌর এলাকার সামাজিক ও ক্রীড়া সংগঠন ঠিকানা ক্লাবের উদ্যোগে যুক্তরাষ্ট্র প্রবাসী-কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শুক্রবার (২৫ আগষ্ট) সন্ধ্যায় পৌরশহরের একটি অভিজাত রেস্টুরেন্টে সংগঠনটির পক্ষ থেকে ক্লাবের সদস্য যুক্তরাষ্ট্র প্রবাসী রুবেজ সিদ্দিকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।
ঠিকানা ক্লাবের সাবেক সভাপতি আশিকুর রহমানের সভাপতিত্বে ও সদস্য মুহিবুর রহমানের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সংবাদিক আলাউদ্দিন কবির।
ক্লাবের পক্ষ থেকে বক্তব্য রাখেন সহ-সভাপতি শামিম আহমেদ ও সাধারণ সম্পাদক হুমায়ুন রশীদ রাজন ।
এ সময় উপস্থিত ছিলেন- ক্লাবের সদস্য রুহিনুর রহমান সাহান, মো: তানিম হোসেন রুহিন, আবেদুল ইসলাম, মিজানুর রহমান নাইম, ফয়েজ আহমেদ, কাওছার আহমেদ, মারুফ আহমেদ, নাহিদুল ইসলামসহ ক্লাবের সদস্যবৃন্দ।
অনুষ্ঠান শেষে সংগঠনের পক্ষ থেকে সংবর্ধিত অতিথিকে সম্মাননা স্মারক দেওয়া হয়।
Posted ৭:৪৩ অপরাহ্ণ | শনিবার, ২৬ আগস্ট ২০২৩
সংবাদমেইল | Nazmul Islam
.
.