
স্পোর্টস রিপোর্টার, সংবাদমেইল২৪ডটকমঃ | রবিবার, ৩০ অক্টোবর ২০১৬ | প্রিন্ট
অভিষেকে দুই ম্যাচের টেস্ট সিরিজে অনন্য এক রেকর্ড গড়েছেন মেহেদী হাসান মিরাজ। দুই ম্যাচ সিরিজ খেলা অস্ট্রেলিয়ার চার্লি টার্নারকে টপকিয়ে এই মাইলফলকে পৌঁছান তিনি। দুই ম্যাচে চার্লি টার্নারের উইকেট ছিল ১৮টি। সেটাকেই রবিবার টপকে গেলেন মিরাজ। দুই ম্যাচে তার উইকেট সংখ্যা ১৯টি।
রবিবার আরও কিছু রেকর্ড গড়েছেন মেহেদী হাসান। এ দিন এক ম্যাচে ১২ উইকেট নিয়ে স্বদেশী এনামুল হক জুনিয়রকে ছাড়িয়ে গেলেন। তাদের দুইজনের উইকেট সংখ্যা সমান হলেও গড় উইকেটে এগিয়ে থাকায় সবার উপরেই আছেন মেহেদী হাসান মিরাজ। এই মাইলফলকে পৌঁছাতে মিরাজ টপকেছেন সাকিব আল হাসানকে।
চট্টগ্রামের পর ঢাকা টেস্টে দুই ইনিংসে ৫ উইকেট নিয়ে বাংলাদেশের একমাত্র বোলার হিসেবে বিরল কীর্তি গড়েছেন তিনি। অন্যদিকে পর পর দুই ম্যাচে ৫ উইকেট নেওয়া স্পিনারদের মধ্যে তিনি তৃতীয়।
Posted ৬:০০ অপরাহ্ণ | রবিবার, ৩০ অক্টোবর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.