
স্পোর্টস রিপোর্টার, সংবাদমেইল২৪ডটকমঃ | শনিবার, ১১ ফেব্রুয়ারি ২০১৭ | প্রিন্ট
ঢাকা: হায়দরাবাদ টেস্টের তৃতীয় দিনে শনিবার ভারতের বিপক্ষে অসাধারণ ব্যাটিং উপহার দিয়েছেন টেস্ট অধিনায়ক মুশফিকুর রহীম। তৃতীয় দিনের খেলা শেষে মুশফিক ৮১ ও মিরাজ ৫১ রান নিয়ে অপরাজিত আছেন। সেই সাথে চতুর্থ বাংলাদেশি হিসেবে টেস্ট ক্রিকেটে তিন হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন ২৯ বছর বয়সী উইকেট কিপার ডান হাতি ব্যাটসম্যান মুশফিক।
প্রথম বাংলাদেশি হিসেবে তিন হাজার রান করেছিলেন হাবিবুল বাশার সুমন। দ্বিতীয় তামিম ইকবাল এরপর নিউজিল্যান্ড সফরে ওয়েলিংটন টেস্টে সাকিব আল হাসান তৃতীয় বাংলাদেশি হিসেবে অনন্য রেকর্ড গড়েন।
এই রেকর্ড থেকে মুশফিক যখন মাত্র এক রান দূরে। সেই মুহূর্তে হাতে চোট পান তিনি। দলীয় ১০৪তম ওভারে ইশান্ত শর্মার চতুর্থ বলে হঠাৎ বাউন্সি বল সরাসরি মুশফিকের আঙুলে আঘাত হানেন। চোট আক্রান্ত হাতে প্রাথমিক চিকিৎসা নিয়েই উইকেটে দাঁড়িয়ে গেলেন। পরের বলটি বাউন্ডারি বানিয়ে মাইলফলক পূর্ণ করেন।
হাবিবুল বাশার ৫০ টেস্ট ম্যাচ খেলে করেছেন তিন হাজার ২৬। সেখানে মুশফিকুর রহিম ৫২* ম্যাচ খেলতে নেমে পূর্ণ করেছেন তিন হাজার ৩ রান। ২৩ রান করলেই বাসারকে টপকাবেন। এছাড়া তামিম ইকবাল ৪৭ টেস্টে করেছেন তিন হাজার ৪৬৭ রান। সমান টেস্টে সাকিব করেছেন তিন হাজার ২৯৫ রান।
সংবাদমেইল২৪.কম/জেএ/এনএস
Posted ৬:২৭ অপরাহ্ণ | শনিবার, ১১ ফেব্রুয়ারি ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.