
ক্রীড়া প্রতিবেদক : | শনিবার, ১৮ জানুয়ারি ২০২০ | প্রিন্ট
পাকিস্তান সফরে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য মাহমুদউল্লাহ রিয়াদকে অধিনায়ক করে আজ ১৮ জানুয়ারি (শনিবার) ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি।
আগামী ২৩ জানুয়ারি পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হবে দল। ২৪, ২৫ ও ২৭ জানুয়ারি লাহোরে তিনটি টি-টোয়েন্টি খেলবে দুই দল। ২৮ জানুয়ারি দেশে ফিরবে দল।
টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দল : মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল খান, সৌম্য সরকার, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাশ, মোহাম্মদ মিথুন, আফিফ হোসেন ধ্রুব, মাহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মুস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, আল-আমিন হোসেন, রুবেল হোসেন ও হাসান মাহমুদ।
Posted ৩:১১ অপরাহ্ণ | শনিবার, ১৮ জানুয়ারি ২০২০
সংবাদমেইল | Nazmul Islam
.
.