
বিশেষ প্রতিনিধি: | শনিবার, ০৪ সেপ্টেম্বর ২০২১ | প্রিন্ট
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দারুণ ছন্দে বাংলাদেশ। টানা সিরিজ জয়ে আত্মবিশ্বাস বেড়েছে টাইগারদের। নিউজিল্যান্ডের বিপক্ষেও সিরিজের প্রথম দুই ম্যাচে জিতে দারুণ সুখবর পেল বাংলাদেশ। আইসিসির টি-টোয়েন্টি র্যাংকিংয়ে অস্ট্রেলিয়াকে পেছনে ফেলল মাহমুদউল্লাহ দল। যদিও সিরিজ শেষ না হওয়া পর্যন্ত অফিসিয়ালি কিছু জানাবে না আইসিসি।
ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার ওয়েবসাইটে দেখা যাচ্ছে, বর্তমানে টি-টোয়েন্টি র্যাংকিংয়ের ছয় নম্বরে অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট দল। নিউজিল্যান্ড সিরিজের আগে ২৩৪ রেটিং পয়েন্ট নিয়ে র্যাংকিংয়ের দশম স্থানে ছিল বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে রেকর্ডগড়া জয়ের পর ৪ রেটিং পয়েন্ট বেড়ে সাতে আসে বাংলাদেশ। দ্বিতীয় জয়ের পর ২৪১ রেটিং পয়েন্ট নিয়ে ছয়ে উঠেছে লাল-সবুজের বাংলাদেশ।
বিশ্বকাপের আগে নিজেদের শেষ সিরিজে বাংলাদেশের সামনে রয়েছে সর্বোচ্চ পাঁচে ওঠার সুযোগ। কিউইদের বিপক্ষে প্রত্যাশা ৫-০’তে হোয়াইটওয়াশ করার। যদি তা করতে পারে তবে আইসিসি টি-টোয়েন্টি র্যাংকিংয়েও বড় লাফ দেবে বাংলাদেশ দল। পুরো সিরিজের সব ম্যাচ জিতলে পাঁচ ধাপ এগিয়ে র্যাংকিংয়ের পাঁচ নম্বরেই উঠে যাবে টাইগাররা। বাংলাদেশের পেছনে থাকা অজিদের রেটিং ২৪০।
Posted ১২:৪৫ পূর্বাহ্ণ | শনিবার, ০৪ সেপ্টেম্বর ২০২১
সংবাদমেইল | Nazmul Islam
.
.