স্পোর্টস ডেস্ক : | শুক্রবার, ০৮ অক্টোবর ২০২১ | প্রিন্ট
টি-টোয়েন্টি বিশ্বকাপে এবারের আসরের আয়োজক ভারত। ভারতে করোনাভাইরাস তুলনামূলক বেশি সংক্রমিত হওয়ায় আইসিসির এই বড় টুর্নামেন্টটি সংযুক্ত আরব আমিরাতে আয়োজনের সিদ্ধান্ত নেয় ভারত।
বিশ্বকাপ মরুর দেশে হলেও আয়োজক সেই ভারতই থাকছে। আর টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক হিসেবে অংশ গ্রহণকারী প্রতিটি দেশের জার্সিতে রীতি অনুসারে আয়োজক দেশের নাম থাকার কথা।
সেই রেওয়াজ মেনে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করতে যাওয়া দলগুলো তাদের জার্সিতে আয়োজক দেশ ভারত নাম রাখলেও রাখেনি পাকিস্তান। টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বাবর আজমদের জন্য যে জার্সি তৈরি করেছে তাতে আয়োজক দেশ ভারতের নাম নেই।
যে কারণে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস তাদের প্রতিবেদনে শিরোনাম করেছে ‘ভারতকে আয়োজক দেশ হিসেবে মানতে অস্বীকার পাকিস্তানের’। পাকিস্তান ক্রিকেট বোর্ড বাবর আজমদের জার্সিতে আইসিসির লোগো রাখলেও আয়োজক দেশের স্থানে ভারতের পরিবর্তে লিখেছে ইউএই-২০২১।
যদিও এখনো আনুষ্ঠানিকভাবে জার্সি উদ্বোধন করেনি পাকিস্তান। কিন্ত সোশ্যাল মিডিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাবরের গায়ে যে জার্সি পরা ছবি প্রকাশ পায় তাতে নেই আয়োজক দেশ ভারতের নাম।
ক্রিকেট বিশ্লেষকদের অনেকেই মনে করছেন সীমান্ত সমস্যা নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে রাজনৈতিক সম্পর্কের তিক্ততার জন্য দীর্ঘদিন ধরেই প্রতিবেশী দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ বন্ধ রয়েছে। হয়ত সেই কারণেই ভারতকে প্রাপ্য সম্মান দিতে নারাজ পাকিস্তান ক্রিকেট বোর্ড।
আগামী ২৪ অক্টোবর দুবাইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের অভিযান শুরু করবে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল।
Posted ৮:৩২ অপরাহ্ণ | শুক্রবার, ০৮ অক্টোবর ২০২১
সংবাদমেইল | Nazmul Islam
.
.