
সিলেট জেলা প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | রবিবার, ১২ ফেব্রুয়ারি ২০১৭ | প্রিন্ট
সিলেট: জেলার কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরপিন টিলা থেকে পাথর উত্তোলনের সময় মাটি ধসে এক শ্রমিক নিহত ও তিনজন আহত হয়েছে। এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানার ওসি বায়েস আলমকে প্রত্যাহার করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় তাকে প্রত্যাহার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা।
পুলিশের তদন্ত প্রতিবেদনে কোম্পানীগঞ্জ থানার ওসি বায়েছ আলমকে প্রত্যাহার করার সুপারিশ করা হয়। ওই সুপারিশের ভিত্তিতেই ওসি বায়েছকে প্রত্যাহার করা হয়েছে বলে জানান সুজ্ঞান চাকমা।
সুজ্ঞান চাকমা বলেন, শাহ আরপিন টিলায় অবৈধভাবে পাথর উত্তোলনের সময় মাটি ধসে পড়ে। এসময় ঘটনাস্থলেই মারা যান আলিম।
এ ঘটনায় মিজানুর রহমান, আব্দুল গফুর ও আব্দুল মান্নান আহত হন। তাদের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এর আগে গত ২৩ জানুয়ারি শাহ আরপিন টিলা থেকে পাথর উত্তোলনের সময় টিলা ধসে পাঁচ শ্রমিক নিহত হন। এ ঘটনায় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন দুটি তদন্ত কমিটি গঠন করা হয়। টিলা কেটে অবৈধভাবে পাথর তোলায় স্থানীয় প্রভাবশালীচক্র জড়িত বলে প্রমাণ পায় দুই তদন্ত কমিটি। আর এতে স্থানীয় প্রশাসনের গাফিলতি রয়েছে বলেও তদন্ত কমিটি জানায়।
এর আগে জেলা প্রশাসনের তদন্ত প্রতিবেদনেও শাহ আরপিন টিলা কেটে অবৈধভাবে পাথর তোলায় ৪৭ জন জড়িত বলে চিহ্নিত করা হয়েছে।
সংবাদমেইল২৪.কম/এসএ/এনএস
Posted ১০:১৯ অপরাহ্ণ | রবিবার, ১২ ফেব্রুয়ারি ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.