
স্পোর্টস রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | রবিবার, ২০ মে ২০১৮ | প্রিন্ট
আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
রোববার ঘোষিত ১৫ সদস্যের এই দল থেকে বাদ পড়েন ইমরুল কায়েস ও তাসকিন আহমেদ। দলে ফিরেছেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত।
নিদাহাস ট্রফিতে ছিলেন বাঁ-হাতি ওপেনার ইমরুল কায়েস ও ফাস্ট বোলার তাসকিন আহমেদ। ৩ জুনে ভারতের দেরাদুনে আফগানিস্তান সিরিজ শুরু হবে। সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৫ ও ৭ জুন।
এর আগে আফগানদের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।
টি-টোয়েন্টি দল: সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, মুস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি, রুবেল হোসেন ও আবু জায়েদ চৌধুরী রাহী।
Posted ৪:৪৩ অপরাহ্ণ | রবিবার, ২০ মে ২০১৮
সংবাদমেইল | Nazmul Islam
.
.