
স্পোর্টস রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | বুধবার, ০৪ জুলাই ২০১৮ | প্রিন্ট
ওয়েস্ট ইন্ডিজ সফরে স্বাগতিকদের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামছে বাংলাদেশ। সিরিজের প্রথম টেস্টে বুধবার রাতে অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ।
সিরিজ দিয়ে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ দলের নতুন কোচ স্টিভ রোডস অধ্যায়। বিরুদ্ধ কন্ডিশন, চ্যালেঞ্জিং উইকেটে রোডসের প্রথম অ্যাসাইনমেন্টটা মোটেও সহজ হতে যাচ্ছে না। ম্যাচের আগের যা স্বীকার করে নিয়েছেন রোডস নিজেই।
ম্যাচের ভেন্যু অ্যান্টিগার সবুজ উইকেট দেখে স্বাগতিকদেরই এগিয়ে রেখেছেন বাংলাদেশের কোচ। তবে এমন চ্যালেঞ্জিং উইকেটের চ্যালেঞ্জ নিতে বাংলাদেশিরাও প্রস্তুত বলে জানান রোডস।
এ ম্যাচে অভিষেক হচ্ছে বাংলাদেশের ৮৮তম টেস্ট খেলোয়াড় আবু যায়েদের।
টেস্ট সিরিজে দুইটি ম্যাচ খেলবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। ১২ জুলাই জ্যামাইকায় হবে সিরিজের শেষ ম্যাচটি।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাশ, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ, নুরুল হাসান, মেহেদি হাসান মিরাজ, রুবেল হোসেন, আবু যায়েদ, কামরুল ইসলাম।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ক্রেইগ ব্র্যাথওয়েট, ডেভন স্মিথ, কাইরন পাওয়েল, শাহি হোপ, রোস্টন চেজ, শেন ডোওরিচ, জেসন হোল্ডার (অধিনায়ক), দেবেন্দ্র বিশু, কেমার রোচ, মিগুয়েল কামিন্স, শ্যানন গ্যাব্রিয়েল।
Posted ৮:১৭ অপরাহ্ণ | বুধবার, ০৪ জুলাই ২০১৮
সংবাদমেইল | Nazmul Islam
.
.