
প্রবাস ডেস্ক : | শুক্রবার, ২২ অক্টোবর ২০২১ | প্রিন্ট
উদীচী শিল্পীগোষ্ঠী অব কানাডা ১৭ অক্টোবর স্থানীয় ক্যানবাংলা স্টুডিওতে কনসাল জেনারেল অব বাংলাদেশ-টরোন্টো কানাডার নাইম উদ্দিন আহমেদের এক বিদায় সংবর্ধনার আয়োজন করে। বক্তারা আলোচনায় কনসাল জেনারেলের সাফল্যময় কর্মকাণ্ডের কথা তুলে ধরেন এবং উত্তরোত্তর তার সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেন।
নাইম উদ্দিন আহমেদ উপস্থিত সবাইকে ধন্যবাদ ও উদীচীর সাফল্য কামনা করে বক্তব্য রাখেন। আলোচনাপর্ব শেষ করেন উদীচীর সভাপতি মামুনুর রশীদ। এরপর তার হাতে উদীচীর পক্ষ থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক একটি ক্রেস্ট উপহার দেন। কনসাল জেনারেলের পক্ষ থেকেও উদীচীকে ফুল এবং প্রশংসাপত্র উপহার প্রদান করা হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন- সুমি বর্মণ, গৌরী দাস, কামরান করিম, জয়া দত্ত সেনাপতি, ইন্দীরা রায়, বিপ্লব কর্মকার, শবনাম শায়লা তনুকা, স্বপ্না দাস, সোহানা আমিন, মিথুন রেজা, সুমন সাইয়েদ, মহাম্মাদ আমানুল্লা, দীনা সাইয়েদ ও মামুনুর রশীদ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জ্যাকুলিন রিজারিও। কামরান করিমের প্রশ্নোত্তর পর্বের পর নৈশভোজে সবাই অংশ নেন।
Posted ৯:১৪ পূর্বাহ্ণ | শুক্রবার, ২২ অক্টোবর ২০২১
সংবাদমেইল | Nazmul Islam
.
.