
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | রবিবার, ১৫ এপ্রিল ২০১৮ | প্রিন্ট
ছবি: সংগৃহিত
গাজীপুরের টঙ্গীর নতুনবাজার এলাকায় দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে নিহতের সংখ্যা বাড়তে পারে। এতে আহত হয়েছেন অর্ধশতাধিক ব্যক্তি।
রোববার বেলা পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
টঙ্গীর স্টেশন মাস্টার জানান, এ ঘটনায় উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
কমলাপুর রেল স্টেশনের (জিআরপি) ওসি ইয়াসিন ফারুক জানান, ক্রসিংয়ের সময় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা আতঙ্কে ছাদ থেকে লাফ দিলে ট্রেনে কাটা পড়েন।
আহতদের টঙ্গী হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিক জানান, লাইন পরিবর্তনের সময় পেছন থেকে পাঁচটি বগি লাইনচ্যুত হয়। তখন আতঙ্কিত হয়ে ছাদ থেকে অনেকে লাফিয়ে পড়েন। ১০ থেকে ১৫ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।
সংবাদমেইল২৪.কম/এসএ
Posted ৩:০৭ অপরাহ্ণ | রবিবার, ১৫ এপ্রিল ২০১৮
সংবাদমেইল | Nazmul Islam
.
.