মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর, ২০২৩ | ১১ আশ্বিন, ১৪৩০

জেলা পরিষদ নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ২২ চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | সোমবার, ১২ ডিসেম্বর ২০১৬ | প্রিন্ট  

জেলা পরিষদ নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ২২ চেয়ারম্যান

ঢাকা: আসন্ন জেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২২ জন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এর ফলে বাকি ৩৯টি জেলায় ভোটগ্রহণ করা হবে ২৮ ডিসেম্বর।

৬১ জেলায় জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১৯০ জন প্রার্থী। সংরক্ষিত সদস্য পদে ৮৯৫ এবং সাধারণ সদস্য পদে ৩ হাজার ৫৬১ জন মনোনয়নপত্র জমা দেন।


সোমবার (১২ ডিসেম্বর) প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হচ্ছে। এরপর থেকে শুরু হবে প্রচারণা। ২৮ ডিসেম্বর সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা চেয়ারম্যান হলেন-নারায়ণঞ্জে আওয়ামী লীগের প্রার্থী আনোয়ার হোসেন, গাজীপুরে মো. আখতারুজ্জামান, ঠাকুরগাঁওয়ে সাদেক কোরাইশী, জয়পুরহাটে আরিফুর রহমান রকেট, নাটোরে সাজেদুর রহমান খান, সিরাজগঞ্জে আবদুল লতিফ বিশ্বাস, যশোরে শাহ হাদিউজ্জামান, বাগেরহাটে শেখ কামরুজ্জামান টুকু, ঝালকাঠিতে সরদার শাহ আলম, ভোলায় আবদুল মোমিন টুলু, নেত্রকোনায় প্রশান্ত কুমার রায়, মুন্সীগঞ্জে মো. মহিউদ্দিন, দিনাজপুরে আজিজুল ইমাম চৌধুরী, নওগাঁয় একেএম ফজলে রাব্বি, কুষ্টিয়ায় রবিউল ইসলাম, ঝালকাঠিতে সরদার মো. শাহ আলম, কিশোরগঞ্জে মো. জিল্লুর রহমান, ঢাকায় মো. মাহবুবুর রহমান, হবিগঞ্জে ডা. মো. মুশফিক হুসেন চৌধুরী, চট্টগ্রামে মোহাম্মদ আবদুস সালাম, টাঙ্গাইলে ফজলুর রহমান খান ফারুক ও ফরিদপুরে মো. লোকমান মৃধা।


নির্বাচন কমিশনের কর্মকর্তারা বলেন, মনোনয়নপত্র প্রত্যাহারের পর যারা একক প্রার্থী রয়েছেন, তাদের বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। তবে ভোটগ্রহণের পর সব প্রার্থীর নাম একসঙ্গে গেজেট আকারে প্রকাশ করা হবে।

এদিকে, ভোলা জেলায় চেয়ারম্যান, ৫টি সংরক্ষিত সদস্য ও ১৫টি সাধারণ সদস্য পদের সবক’টিতে একক প্রার্থী থাকায় সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় সেখানে ভোটগ্রহণ হচ্ছে না।


গত ২০ নভেম্বর পার্বত্য তিন জেলা বাদে ৬১ জেলা পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।

সংবাদমেইল২৪.কম/এসএ/এনএস

 

Facebook Comments Box

Comments

comments

advertisement

Posted ১০:০৫ অপরাহ্ণ | সোমবার, ১২ ডিসেম্বর ২০১৬

সংবাদমেইল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মো. মানজুরুল হক

নির্বাহী সম্পাদক: মো. নাজমুল ইসলাম

বার্তা সম্পাদক : শরিফ আহমেদ

কার্যালয়
উপজেলা রোড, কুলাউড়া, মেলভীবাজার।
মোবাইল: ০১৭১৩৮০৫৭১৯
ই-মেইল: sangbadmail2021@gmail.com

sangbadmail@2016 কপিরাইটের সকল স্বত্ব সংরক্ষিত