
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | রবিবার, ০৪ ডিসেম্বর ২০১৬ | প্রিন্ট
ঢাকা: জেলা পরিষদ নির্বাচনের তফসিল কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাই কোর্ট। একই সঙ্গে জেলা পরিষদ নির্বাচন আইন ২০০০ এর ধারা ৪ (২), (১৭) এবং একই আইনের সংশোধনী ২০১৬ এর ধারা ৫ কেন বাতিল ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়েছে।
(০৪ ডিসেম্বর) রোববার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ’র সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে এ আদেশ দেন।
আগামী চার সপ্তাহের মধ্যে মন্ত্রিপরিষদ সচিব, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব ও প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) রুলের জবাব দিতে বলা হয়েছে।
গত ২৯ নভেম্বর এ রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ। রিটে আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠেয় নির্বাচন স্থগিত ও বাতিল চেয়ে বলা হয়, সংবিধানের ১১ ও ৫৯ অনুচ্ছেদ অনুযায়ী, বাংলাদেশে নির্বাচন হবে সরাসরি জনগণের ভোটে।
কিন্তু জেলা পরিষদ আইনের ৪, ৫ ও ১৭ নম্বর ধারার আলোকে নির্বাচন করা হচ্ছে নির্বাচকমন্ডলীর মাধ্যমে। এটি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। তাই তিনটি ধারা চ্যালেঞ্জ করে রিট করা হয়েছে।
সংবাদমেইল২৪.কম/এন আই/এনএস
Posted ২:২০ অপরাহ্ণ | রবিবার, ০৪ ডিসেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.