
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | বৃহস্পতিবার, ১২ জানুয়ারি ২০১৭ | প্রিন্ট
মৌলভীবাজার জেলা পরিষদের নব-নির্বাচিত সদস্য ও কুলাউড়া ডিগ্রি কলেজের গভর্ণিং বডির সদস্য আব্দুল মানিককে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
(১২ই জনুয়ারী) বৃহস্পতিবার দুপুরে শিক্ষক মিলনায়তনে কুলাউড়া সরকারী ডিগ্রি কলেজের আয়োজনে এ সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন নব-নির্বাচিত জেলা পরিষদ সদস্য কলেজের গভর্ণিং বডির সদস্য আব্দুল মানিক।
কলেজের অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্রাচার্য্য সজলের সভাপতিত্বে প্রদর্শক মোশারফ আলীর পরিচালনায় বক্তব্য রাখেন কলেজের সাবেক (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ কিশলয় আচার্য্য,উপাধ্যক্ষ আব্দুল হান্নান,খন্দকার মুহিবুর রহমান মলাই,আব্দুস শহীদ মাখন,অধ্যাপক ফাতেমা বেগম,অধ্যাপক মশিউর রহমান, অধ্যাপক সজিব কুমার ভৌমিক,বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া ইউনিটের সভাপতি ও সংবাদমেইলের সম্পাদক প্রভাষক মানজুরুল হক,সাহেদা খানম,কামরুন নাহার,জুনেদ আহমদ, সাহেলা সুলতানা ,বদরুল ইসলাম, মৌসুমী রায় প্রমূখ।
উল্লেখ্য,গত বছরের (২৮ ডিসেম্বর) বুধবার প্রথমবারের মতো মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে আব্দুল মানিক ৬নং ওয়ার্ড থেকে সদস্য পদে নির্বাচিত হন।
সংবাদমেইল২৪.কম/এসএ/এনএস
Posted ১১:০৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১২ জানুয়ারি ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.