
শরীফ অাহমেদঃ | শুক্রবার, ১৬ মার্চ ২০১৮ | প্রিন্ট
মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটিতে
পদ পেলেন কুলাউড়ার চার অাওয়ামীলীগ নেতা।
চার নেতাদের মধ্যে জেলা অা.লীগের সদস্য পদে মৌলভীবাজার ২ কুলাউড়া অাসনের সংসদ সদস্য ও উপজেলা অাওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো অাব্দুল মতিন, কুলাউড়া উপজেলা অা.লীগের সাধারণ সম্পাদক সাবেক ভূকশীমইল ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু, বরমচাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা অা.লীগের সহ সভাপতি অাব্দুল অাহবাব চৌধুরী শাহাজান।
এছাড়াও শিক্ষা ও মানব কল্যাণ বিষয়ক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন কুলাউড়া উপজেলা অা.লীগের সহ সভাপতি অধ্যক্ষ আব্দুর রউফ।
মৌলভীবাজার জেলা অাওয়ামীলীগের সভাপতি নেছার অাহমদ শুক্রবার বিকেলে মোবাইলে প্রধানমন্ত্রী ও অাওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের স্বাক্ষরিত অনুমোদিত পূর্ণাঙ্গ কমিটির সত্যতা সংবাদমেইলকে নিশ্চিত করেছেন।
Posted ৬:২৫ অপরাহ্ণ | শুক্রবার, ১৬ মার্চ ২০১৮
সংবাদমেইল | Nazmul Islam
.
.