
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০১৬ | প্রিন্ট
ঢাকা: আগামী ২৯ ডিসেম্বর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল প্রকাশ করা হবে।
মঙ্গলবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, “২০১৬ সালের মধ্যেই ফল প্রকাশের জন্য প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। সেজন্য ২৯ ডিসেম্বর সকালে প্রধানমন্ত্রীর হাতে ফল তুলে দেয়া হবে। সংবাদ সম্মেলনের মাধ্যমে ওই দিন দুপুরেই শিক্ষা মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে।
উল্লেখ্য, গত ১ নভেম্বর জেএসসি-জেডিসি পরীক্ষা শুরু হয়। শেষ হয় ১৭ নভেম্বর। পরীক্ষায় সর্বমোট ২৪ লাখ ১২ হাজার ৭৭৫ শিক্ষার্থী অংশ নেয়।
সংবাদমেইল২৪.কম/এসএ/এনএস
Posted ৫:০৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.