
বড়লেখা প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | বুধবার, ২৫ জানুয়ারি ২০১৭ | প্রিন্ট
মৌলভীবাজারের জুড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনিকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
গত ১১ জানুয়ারি স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপজেলা-২ শাখার উপ-সচিব জুলিয়া মঈন স্বাক্ষরিত একটি চিঠিতে এ আদেশের কথা জানানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ধর্ষণের চেষ্টার অভিযোগে ঘটনার ছয় মাস পর গত বছরের (২০১৬) ১ জুন জুড়ী থানায় করা একটি মামলায় পুলিশ ওই বছরের ২৯ সেপ্টেম্বর ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। এর আগে ৬ জুন কিশোর উচ্চআদালত থেকে এ মামলায় ছয় মাসের আগাম জামিন পান।
স্থানীয় সরকার বিভাগের পাঠানো চিঠিতে বলা হয়েছে, কিশোর রায় চৌধুরীর বিরুদ্ধে অভিযোগপত্র গৃহীত হওয়ায় তাঁর দ্বারা উপজেলা পরিষদের ক্ষমতা প্রয়োগ জনস্বার্থের পরিপন্থি বলে সরকার মনে করে। তাই, ১৯৯৮ সালের উপজেলা পরিষদ আইন (২০১১ সালে সংশোধিত) এর ১৩খ(১) ধারা অনুসারে তাঁকে (কিশোর) সাময়িকভাবে বরখাস্ত করা হলো।
জুড়ী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাছির উল্লাহ খাঁন বুধবার সকাল সাড়ে ১১ টায় ভাইস চেয়ারম্যান মনিকে সাময়িকভাবে বরখাস্তের চিঠি পাওয়ার সত্যতা সংবাদমেইলকে নিশ্চিত করেছেন।
সংবাদমেইল২৪.কম/এজেএল/এনএস
Posted ১১:২৮ পূর্বাহ্ণ | বুধবার, ২৫ জানুয়ারি ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.