
বড়লেখা প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | সোমবার, ১৩ মার্চ ২০১৭ | প্রিন্ট
মৌলভীবাজারে জুড়ী উপজেলার ফুলতলা বিজিবি ১২ মার্চ রবিববার রাতে সীমান্ত এলাকা থেকে ৫০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে। উদ্ধারকৃত মদগুলো দুপুরে মৌলভীবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেয়া হয়েছে ।
বিজিবি ৫২ ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, জুড়ী উপজেলার ফুলতলা বিওপি’র টহল কমান্ডার নায়েক মামুনুর রশিদের নেতৃত্বে রবিববার রাত ১টার দিকে সীমান্তের মেইন পিলার ১৮২৭ হতে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে এ্যালভিনটিলা নামক স্থানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৫০ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদ উদ্ধার করেন। উদ্ধারকৃত মদগুলোর সিজার মূল্য ৭৫ হাজার টাকা।
বিয়ানীবাজার ৫২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল নেয়ামুল কবির ভারতীয় মদ উদ্ধারের সত্যতা স্বীকার করে জানান, সোমবার দুপুরে মদগুলো মৌলভীবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেয়া হয়েছে।
সংবাদমেইল২৪.কম/এজেএল/এনএস
Posted ৮:৫৬ অপরাহ্ণ | সোমবার, ১৩ মার্চ ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.