
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.ক | শনিবার, ২৬ নভেম্বর ২০১৬ | প্রিন্ট
মৌলভীবাজারের জুড়ীতে আব্দুল আয়ূব (৫৫) নামে এক শ্রমিককে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা।
শুক্রবার রাতে জায়ফরনগর ইউনিয়নে এ হত্যা কান্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আব্দুল আয়ূব একটি বাঁশমহালের শ্রমিক। শুক্রবার রাত সাড়ে ৯টায় বাড়ি ফেরার সময় জায়ফরনগরের গরীপুর এলাকায় দূর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে মৃতদেহ একটি কালভাটে পাশে ফেলে যায়।
পরে স্থানীয়রা লাশ দেখে তার বাড়িতে খবর দিলে নিহতের ছেলে রাসেল মিয়া আয়ূব কে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ মিঠুন চন্দ্র পাল মৃত বলে জানায়।
কুলাউড়া থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মোঃ সামসুদ্দোহা (পিপিএম) ঘটনার সত্যতা সংবাদমেইলকে নিশ্চিত করে বলেন, নিহত শ্রমিকের বাড়ি জুড়ীতে থাকায় লাশ সেই থানায় হস্তান্তর করা হয়েছে।
সংবাদমেইল২৪.কম/এসএ/এনএস
Posted ৩:২০ অপরাহ্ণ | শনিবার, ২৬ নভেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.