
সাইফুল ইসলাম সুমনঃ | বুধবার, ২২ এপ্রিল ২০২০ | প্রিন্ট
করোনা ভাইরাস সংক্রামণ রোধে সরকারি নির্দেশনা মেনে নিজ ঘরে অবস্থান করছেন দেশের মানুষ। পাশাপাশি বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান ও যানবাহন চলাচল। ইতিমধ্যে মৌলভীবাজার জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। এতে কর্মহীন হয়ে পড়েছেন দিনমজুর, শ্রমিক, রিকশাচালকসহ দুস্থ ও অসহায় পরিবারের সদস্যরা। এর ফলে খাদ্য সংকটও দেখা দিয়েছে তাদের। নিন্ম আয়ের এরকম মানুষদের খাদ্যের কষ্ট কিছুটা হলেও লাগব করার উদ্দেশ্যে মৌলভীবাজারের জুড়ীতে সম্পূর্ন ব্যক্তিগত ভাবে ৮০০ অসহায় ও দুস্থ মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করছেন একাত্তরের রণাঙ্গনের অকুতোভয় সৈনিক, মুক্তিযুদ্ধের সূর্য সন্তান, স্বাধীনতার বীর সেনানী ও লন্ডন প্রবাসী নাজির আহমেদ লিলু।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২১ এপ্রিল) জুড়ী উপজেলার বিভিন্ন স্থানে অসহায়, দুস্থ, শারীরিক প্রতিবন্ধি ও দিনমজুর মানুষের মাঝে কোথাও ঘরে ঘরে গিয়ে কোথাও আবার সামাজিক দুরত্ব বজায় রেখে চাল, ডাল, আলু, তেল, ছানা, খেজুর সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ভর্তি পেকেট পৌছে দেন। একজন বীর মুক্তিযোদ্ধা নাজির আহমেদ লিলুর হাত থেকে খাদ্য সামগ্রী পেয়ে অনেকেই আবেগে আপলুত হয়ে পরেন। জুড়ীর সাংবাদিকতার প্রেরণার বাতিঘর প্রবীণ সাংবাদিক প্রয়াত রফিক আহমদের ছোট ভাই লন্ডন প্রবাসী বীর মুক্তিযোদ্ধা নাজির আহমেদ লিলু কর্তৃক অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন দেখে অনেকেই তাঁর প্রশংসা করেন।
খাদ্য সামগ্রী বিতরনে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা যুবলীগের সহ সভাপতি যুবলীগ নেতা আহমদ কামাল অহিদ, সমাজসেবক আহমদ ফয়সাল নাহিদ, উপজেলা কোয়াবের সহসভাপতি জাকির আহমদ তানিম, উপজেলা যুবলীগের সহ সম্পাদক বেলাল আহমদ, ছাত্র নেতা এ.আর সাজেদ, আহমদ আসিফ, মাহফুজ আলম কারিম প্রমূখ।
জানা যায়, লন্ডন প্রবাসী বীর মুক্তিযোদ্ধা নাজির আহমেদ লিলুর পরিবারের সদস্যরা দিনের বেলায় খাদ্যসামগ্রী বিতরণের পাশাপাশি রাতেও বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে কর্মহীন দরিদ্র মানুষের হাতে এসব খাদ্যসামগ্রীর প্যাকেট তুলে দিচ্ছেন। তাঁর কাছ থেকে এ সহায়তা পেয়ে বেশ খুশি দুস্থ ও অসহায় পরিবারগুলো।
লন্ডন প্রবাসী বীর মুক্তিযোদ্ধা নাজির আহমেদ লিলু বলেন, করোনা ভাইরাস সংক্রামণ রোধে সরকারি নির্দেশনা মেনে নিজ ঘরে অবস্থান করছেন দুস্থ ও অসহায় মানুষ। ইতিমধ্যে মৌলভীবাজার জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। তাই এসব অসহায় মানুষগুলোর পাশে থাকার চেষ্টা করছি। কর্মহীন ও অসহায় পরিবারের মধ্যে আমাদের এ সাহায্য করার চেষ্টা অব্যাহত থাকবে।
এক প্রতিক্রিয়ায় জুড়ী উপজেলা যুবলীগের সহ সভাপতি যুবলীগ নেতা আহমদ কামাল অহিদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, পরিবেশ-বন-জলবায়ু মন্ত্রী আলহাজ্ব শাহাব উদ্দিন এমপি, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার ও স্থানীয় জনপ্রতিনিধিগণ সবার পাশে আছেন। সবাই ত্রাণ পাবে, কেউ না খেয়ে থাকবেনা।
করোনাভাইরাস মোকাবিলায় সবাইকে ঘরে থাকার আহবান জানিয়ে আহমদ কামাল অহিদ বলেন, জরুরি প্রয়োজনে বাইরে গেলেও সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল করতে হবে। সকলের সহযোগিতায় সরকার করোনাভাইরাস মোকাবিলায় সক্ষম হবে।
Posted ২:৩০ অপরাহ্ণ | বুধবার, ২২ এপ্রিল ২০২০
সংবাদমেইল | Nazmul Islam
.
.