
জুড়ী প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | বুধবার, ০৮ মার্চ ২০১৭ | প্রিন্ট
মৌলভীবাজারের জুড়ীতে বাল্যবিবাহ প্রতিরোধে গণ-সচেতনতার লক্ষ্যে প্রচারণা অভিযান চালানো হয়।
মঙ্গলবার দুপুরে ছোটধামাই উচ্চ বিদ্যালয় হলরুমে বাল্যবিবাহ প্রতিরোধ ক্লাব মৌলভীবাজারের উদ্যোগে স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে প্রচারপত্র বিলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
স্কুলের সিনিয়র শিক্ষক রনজিৎ কুমার সিংহের সভাপতিত্বে ও জুড়ী উপজেলা বাল্যবিয়ে প্রতিরোধ কমিটির সমন্বয়কারী ফয়জুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত বাল্যবিয়ে প্রতিরোধ সংক্রান্ত সচেতনতামুলক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুগান্তরের সাংবাদিক আব্দুর রব।
প্রধান আলোচক ছিলেন জুড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ.কে.এম মামুনুর রশিদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বাল্যবিয়ে প্রতিরোধ কমিটির সভাপতি জাকির হোসেন মনির, শিক্ষার্থী অভিভাবক ভাগ্যসিংহ, সিনিয়র শিক্ষক সমরজিৎ সিংহ, শিক্ষিকা সাজনা বেগম, জুড়ী উপজেলা বাল্যবিয়ে প্রতিরোধ কমিটির সমন্বয়কারী কামরুল ইসলাম, জাকারিয়া মাহমুদ, বাবুল আহমদ প্রমুখ।
সংবাদমেইল২৪.কম/এজেএল/এনএস
Posted ১০:১০ পূর্বাহ্ণ | বুধবার, ০৮ মার্চ ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.