স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | রবিবার, ০৮ জানুয়ারি ২০১৭ | প্রিন্ট
মৌলভীবাজারের জুড়ীতে নক-আউট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী সম্পন্ন হয়েছে।
(৮ জানুয়ারি) রোববার উপজেলার ফুলতলা ইউনিয়নের ঐতিহ্যবাহী বিরইনতলা উদীয়মান তরুন সংঘের আয়োজনে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
ফাইনাল খেলা উপভোগ করেন ফুলতলা ইউনিয়নের চেয়ারম্যান ফয়াজ আলী,সাংবাদিক মাহবুব আলম রওশন, যুবলীগ নেতা তাজুল ইসলাম,ইউপি সদস্য স্বপন মল্লিক, সেলিম আহমদ,আক্তার আলী,আরিফ আহমদসহ বিভিন্ন শ্রেণীপেশার নেতৃবৃন্দ।
বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতিতে ফাইনাল খেলায় ইউনাইটেড সমাজ কল্যাণ সংস্থাকে পরাজিত করে বিরইনতলা উদীয়মান তরুন সংঘ চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করেছে।
খেলা শেষে চ্যাম্পিয়ান দল বিরইনতলা উদীয়মান তরুন সংঘের খেলা পরিচালানা কমিটির সভাপতি শামীম আহমদ ও সহ-সভাপতি রুহুল আমিন ও স্থানীয় গণ্যমান্য নেতৃবৃন্দদের উপস্থিতিতিতে ফুলতলা ইউনিয়নের চেয়ারম্যান ফয়াজ আলী বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ান ট্রফি পুরষ্কার তুলে দেন।
সংবাদেমইল২৪.কম/এসএ/এনএস
Posted ৯:৩২ অপরাহ্ণ | রবিবার, ০৮ জানুয়ারি ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.