
জুড়ী প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | বুধবার, ১৫ জানুয়ারি ২০২০ | প্রিন্ট
কাতারস্থ জুড়ী ওয়েলফেয়ার এসোসিয়েশনের সদ্য সাবেক সফল সাধারণ সম্পাদক, কাতারস্থ সিলেট বিভাগ সমাজকল্যাণ পরিষদের সহসভাপতি ও কাতারস্থ জালালাবাদ এসোসিয়েশনের সহ সাংগঠনিক সম্পাদক, বিশিষ্ট কমিউনিটি নেতা ও সমাজসেবক আবুল হাসানের দেশে আগমনে এক মোটরসাইকেল শোভা যাত্রাসহ ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় কমিউনিটি নেতা আবুল হাসান কাতার থেকে দেশে আসলে তার নিজ উপজেলা জুড়ীর বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা তাকে মানিকসিংহ এলাকা থেকে রিসিপ করে এক মোটরসাইকেল শোভাসহ জুড়ী শহর প্রদক্ষিণ করে। পরে জুড়ী নাইট চৌমুহনীতে আগত বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য রাখেন। এসময় বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে আবুল হাসানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
উল্লেখ্য,আবুল হাসান এক সংক্ষিপ্ত সফরে দেশে আসেন। দেশে অবস্থানকালে তিনি তাঁর বড় ভাই ডাঃ মোহাম্মদ হোসেনের বড় ছেলে ইতালী প্রবাসী কামরুল হাসান রাজিবের বিয়েতে অংশগ্রহণসহ বেশ কয়েকটি সামাজিক অনুষ্ঠানে অংশ নেবেন।
Posted ৩:৩৮ অপরাহ্ণ | বুধবার, ১৫ জানুয়ারি ২০২০
সংবাদমেইল | Nazmul Islam
.
.