
বড়লেখা প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | বুধবার, ১১ জানুয়ারি ২০১৭ | প্রিন্ট
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় তৈয়বুন্নেসা খানম একাডেমী ডিগ্রি কলেজের নব-নির্মিত দ্বিতল একাডেমীক ভবন উদ্বোধন ও ভবনের ৩য় ও ৪র্থ তলার উর্ধ্বমূখী সম্প্রসারণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে ভবন নির্মাণে সরকারের মোট ব্যয় হবে প্রায় ২ কোটি ৬৮ লাখ ৯৭ হাজার ১’শ ৩৯ টাকা।
(১১ জানুয়ারি) বুধবার দুপুরে একাডেমীক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক বদরুল হোসেন, কলেজের অধ্যক্ষ অরুন চন্দ্র দাস, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী পারভেজ ঈষেণ, জুড়ী থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দিন, হুইপের একান্ত সহকারী সচিব কবিরুজ্জামান চৌধুরী প্রমুখ।
সংবাদেমইল২৪.কম/এজেএল/এনএস
Posted ৬:১১ অপরাহ্ণ | বুধবার, ১১ জানুয়ারি ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.