
জুড়ী প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | বুধবার, ১৫ মার্চ ২০১৭ | প্রিন্ট
মৌলভীবাজারের জুড়ী উপজেলার সাগরনাল ইউপির বরুলী পীরের বাড়ীতে গত মঙ্গলবার (১৪ মার্চ) রাতে ওরসের নামে রাতভর নাচ-গান তথা ইসলাম অবমাননার প্রতিবাদে মানববন্ধন ও গণ স্বাক্ষরের আয়োজন করে “মুসলিম জনসাধারণ” জুড়ী উপজেলাবাসী।
বুধবার বিকাল ৫ টায় উপজেলার পূর্বজুড়ী ইউপির নয়াবাজারে বড়লেখা মোহাম্মদিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার শিক্ষক আব্দুর রহমান খাঁনের সভাপতিত্বে ও সিলেট লিডিং ইউনিভার্সিটির মেধাবী শিক্ষার্থী আশরাফুজ্জামান রিশাদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আল ইখওয়ান সমাজ কল্যাণ সংস্থার পরিচালক মাওঃ ছায়েম উদ্দিন।
এছাড়াও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্স (বড়লেখা ও জুড়ী শাখার) ইনচার্জ আনোয়ার হোসাইন, বড়ধামাই সমাজ কল্যাণ পরিষদ সভাপতি রোহেল আহমদ, নোমান আহমদ, শাহ্ মোয়াজ্জিম রুবেল প্রমূখ।
প্রতিবাদ সভায় শিক্ষক-ছাত্র, সাংবাদিক, স্থানীয় ব্যবসায়ী সহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ ও সমাজের সর্বস্থরের জনসাধারণ নেমে আসে। মানবন্ধন শেষে স্থানীয় এলাকার শতাধিক ধর্ম প্রিয় জনসাধারণের গণস্বাক্ষর গ্রহণ শেষে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনের উর্ধ্বতন পর্যায়ে প্রেরণ করা হয়।
উল্লেখ্য, উক্ত মানবন্ধনের বক্তারা অবিলম্বে উরসের নামে ইসলাম অবমাননাকারীদের অশ্লীলতা ও বেহাপনা বন্ধের আহ্বান জানান।
সংবাদমেইল২৪.কম/এসএ/এনএস
Posted ১০:৫০ অপরাহ্ণ | বুধবার, ১৫ মার্চ ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.