
জুড়ী প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | শনিবার, ০১ ফেব্রুয়ারি ২০২০ | প্রিন্ট
জুড়ীতে বদরী যাদব (৪৩) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
(০১ ফেব্রুয়ারী) শনিবার ৮টায় উপজেলার সাগরনাল ইউনিয়নের সাগরনাল চা বাগানের নিজ বাড়ীর পাশের একটি জমি থেকে এ লাশ উদ্ধার করা হয়। সে বাগান লাইন এলাকার বাসিন্দা পলটু যাদবের পুত্র।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বদরী যাদব শুক্রবার রাত ৮টায় বাড়ীতে বাজার খরচ দিয়ে বের হয়ে আর ফিরে যাননি। শনিবার সকাল ৮টায় বাড়ীর পাশে জমিতে তার লাশ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে জুড়ী থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে প্রেরণ করেছে।
জুড়ী থানার অফিসার ইনচার্জ মো: জাহাঙ্গীর হোসেন সরদার জানান, লাশের মাথা, মুখ ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
Posted ৪:৫৯ অপরাহ্ণ | শনিবার, ০১ ফেব্রুয়ারি ২০২০
সংবাদমেইল | Nazmul Islam
.
.