
বেলাল হোসাইন : | শুক্রবার, ০৩ এপ্রিল ২০২০ | প্রিন্ট
জুড়ী উপজেলার পশ্চিম ভবানিপুরে আলোর দিশারী যুব সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে ৪০টি পরিবারর মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (০৩ এপ্রিল) সংস্থার সভাপতি মাসুম আহমদ-এর সভাপতিত্বে এ খাদ্যসামগ্রী বিতরণ করেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।
এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মাসুম রেজা, জুড়ী উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশিদ সাজু, যুগান্তর প্রতিনিধি মনজুরে আলম লাল, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম, ক্লাবের উপদেষ্টা ব্যবসায়ী মর্তুজা আলি, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহসভাপতি হুমায়ুন রশিদ রাজি, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ, প্রচার সম্পাদক মো. বেলাল হোসাইন , সংস্থার সাধারণ সম্পাদক ফরমুজ আলী ক্লাবের সম্মানিত সদস্য জাকির আহমদ ও মাসুক আহমদ প্রমুখ।
ক্লাবের উপদেষ্টা মর্তুজা আলী বলেন, আমরা সংগঠনের পক্ষ থেকে এলাকার ৪০টি পরিবারের জন্য ৫ কেজি চাল, ১ কেজি আলু, ১ কেজি ডাল, একটি সাবান ও ১ কেজি পেঁয়াজ দরিদ্র পরিবারের মধ্যে বিতরণ করেছি, আমরা আশা করছি আমাদের পক্ষ থেকে আগামীতেও এ ধরণের সহযোগিতা অব্যাহত থাকবে।
Posted ১০:৫০ অপরাহ্ণ | শুক্রবার, ০৩ এপ্রিল ২০২০
সংবাদমেইল | Nazmul Islam
.
.