
আন্তর্জাতিক ডেক্স: সংবাদমেইল২৪.কম | মঙ্গলবার, ২২ নভেম্বর ২০১৬ | প্রিন্ট
জাপানের ফুকুশিমা উপকূলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৩। ভূমিকম্পে এখন পর্যন্ত হতাহত বা কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
স্থানীয় সময় ২২নভেম্বর মঙ্গলবার ভোর ৬টায় এ ভূমিকম্প আঘাত হানে। জাপান মেট্রোলজিক্যাল এজেন্সি বিষয়টি নিশ্চিত করেছে।
ভূমিকম্পের পর পরই ওই অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়। কোনো কোনো এলাকায় বিদ্যুৎ বিভ্রাটও ঘটে।
ভূমিকম্পের উৎপত্তিস্থল ভূপৃষ্ট থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল বলে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে। ফুকুশিমাসহ পূর্ব উপকূলে তিন মিটার পর্যন্ত সুনামির আশঙ্কা করা হচ্ছে।
সংবাদমেইল২৪.কম/এন আই/এনএস
Posted ৯:৩৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২২ নভেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.